Place value and face value of a number mathematics এর খুবই গুরুত্বপূর্ণ বিষয় । আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো number system এর most important part place value and face value নিয়ে। Previous post এ আমরা what is number system and various type of number এবং 2nd post এ আমরা basic arithmetic operation নিয়ে আলোচনা করেছি । আজ এই post এ আমরা জানব কোনো numbers এ কোনো digit এর place value and face value কিভাবে নির্নয় করতে হবে।
আজকে এই post এ যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে সেই গুলি নিম্নে তুলে ধরা হলো
Definition of place value and face value,
place value meaning, face value meaning in bengali, place value and face value questions with answer, how to solve questions based on place value and face value.
বিভিন্ন competitive exam যেমন -bank po ,ssc cgl and others exam এ place value and face value এর সঙ্গে related questions আসে। এই topics এর সঙ্গে related question খুব easy হয়। post টি সুম্পূর্ণ read করার পরে place value and face value এর সঙ্গে related সব confusion দূর হয়ে যাবে। এই পোস্টে আপনি জানতে পারবেন face value and place value details তথ্য এবং এর সঙ্গে related questions এর solution কিভাবে করতে হয়।
What is face value / instrinsic value ( স্বকীয়মান ) :
এখন আমরা জানব face value কাকে বলে। যেকোনো numbers এ কোনো digit ( অংক ) এর face value বা স্বকীয়মান হল digit এর নিজস্ব value .
Ex.1: 1987 - এই number এ 8 এর face value হল - 8.
Ex.2: 2193 - এখানে 9 - এর face value 9.
অর্থাৎ আমরা বলতে পারি যেকোনো numbers এ -
' 0 ' এর face value ' 0 '
' 1 ' এর face value ' 1 '
' 2 ' এর face value ' 2 '
' 3 ' এর face value ' 3 '
' 4 ' এর face value ' 4 '
' 5 ' এর face value ' 5 '
' 6 ' এর face value ' 6 '
' 7 ' এর face value ' 7 '
' 8 ' এর face value ' 8 '
' 9 ' এর face value ' 9 '
What is place value in maths ( স্থানীয়মান ) :
এবার আমরা জানব place value in maths এর সমন্ধে। যেকোনো numbers এ কোনো digit এর place value digit এর position এর উপর depends করে। যদি কোনো সংখ্যাতে কোনো digit একাধিক বার আলাদা আলাদা position এ থাকে ,তাহলে digit এর place value ও different (আলাদা ) হবে।
যেমন - 343 একটি number নিলাম ,এখানে 3-এর place value 300 and 234 number এ 3-এর place value হল -20 , because দুটো numbers এ 3-এর position আলাদা।
কোনো digit বা অংক কোনো একাধিক অংকবিশিষ্ট সংখ্যার ডানদিক থেকে যে position ( স্থানে ) থাকে ,তাকে সংখ্যার place value বা স্থানীয়মান বলা হয়।
Note : ' 0 ' এর place value and face value সব সময় ' 0 ' হয়।
How to find place value of a numbers:
Frist process :
যেকোনো সংখ্যাতে কোনো digit এর place value নির্ণয় করার সঠিক process হল - digit এর value কে তার position value এর সঙ্গে multiply অর্থাৎ গুন্ করলে digit এর place value বা স্থানীয়মান পাওয়া যায়।
যেমন : 324 সংখ্যাতে 2 এর place value হল 20 ,কারণ 2 এর digit value 2 এবং 2 এর position হল Tens place বা দশকের ঘরে অর্থাৎ 2 এর position value 10.Therefore place value of 2 = 2 * 10 = 20.
Second process :
Place value নির্ণয় করার সময় যে digit বা অঙ্কের place value নির্ণয় করতে হবে ,তার ডানদিকে যত গুলি digit বা অঙ্ক থাকবে তত গুলি ' 0 ' ( শূন্য ) বসাতে হবে।
যেমন : 7362 সংখ্যাতে 3-এর place value নির্ণয় করার জন্য প্রথমে 3 বসান পরে 3-এর ডানদিকে দুটি digit আছে ,তাই দুটি শূন্য বাসন। অর্থাৎ 3 - এর place value = 300 .
Place value and face value question with answers :
Ex.1: Find the face value of 6 in 652410.
Ans: 6 এর face value সবসময় 6 হয় i.e. ans = 6.
Ex.2: Find the face value of 7 in 942754.
Ans: 7-এর face value সবসময় 7 হয় i.e. ans = 7.
Ex.8 : What is sum of place values of 2 in 2424?
Ans.: এই question এ দুটো 2-এর position difference আছে , তাই দুটো 2-এর place values ও difference হবে।
প্রথম 2 thousands place এ আছে তাই তার place value = 2*1000 = 2000 and দ্বিতীয় 2 tens place এ আছে তাই place value = 2*10 = 20. therefore Sum = 2000 + 20 = 2020.
আজকে এই post এ যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে সেই গুলি নিম্নে তুলে ধরা হলো
Definition of place value and face value,
place value meaning, face value meaning in bengali, place value and face value questions with answer, how to solve questions based on place value and face value.
বিভিন্ন competitive exam যেমন -bank po ,ssc cgl and others exam এ place value and face value এর সঙ্গে related questions আসে। এই topics এর সঙ্গে related question খুব easy হয়। post টি সুম্পূর্ণ read করার পরে place value and face value এর সঙ্গে related সব confusion দূর হয়ে যাবে। এই পোস্টে আপনি জানতে পারবেন face value and place value details তথ্য এবং এর সঙ্গে related questions এর solution কিভাবে করতে হয়।
What is face value / instrinsic value ( স্বকীয়মান ) :
এখন আমরা জানব face value কাকে বলে। যেকোনো numbers এ কোনো digit ( অংক ) এর face value বা স্বকীয়মান হল digit এর নিজস্ব value .
Ex.1: 1987 - এই number এ 8 এর face value হল - 8.
Ex.2: 2193 - এখানে 9 - এর face value 9.
অর্থাৎ আমরা বলতে পারি যেকোনো numbers এ -
' 0 ' এর face value ' 0 '
' 1 ' এর face value ' 1 '
' 2 ' এর face value ' 2 '
' 3 ' এর face value ' 3 '
' 4 ' এর face value ' 4 '
' 5 ' এর face value ' 5 '
' 6 ' এর face value ' 6 '
' 7 ' এর face value ' 7 '
' 8 ' এর face value ' 8 '
' 9 ' এর face value ' 9 '
What is place value in maths ( স্থানীয়মান ) :
এবার আমরা জানব place value in maths এর সমন্ধে। যেকোনো numbers এ কোনো digit এর place value digit এর position এর উপর depends করে। যদি কোনো সংখ্যাতে কোনো digit একাধিক বার আলাদা আলাদা position এ থাকে ,তাহলে digit এর place value ও different (আলাদা ) হবে।
যেমন - 343 একটি number নিলাম ,এখানে 3-এর place value 300 and 234 number এ 3-এর place value হল -20 , because দুটো numbers এ 3-এর position আলাদা।
কোনো digit বা অংক কোনো একাধিক অংকবিশিষ্ট সংখ্যার ডানদিক থেকে যে position ( স্থানে ) থাকে ,তাকে সংখ্যার place value বা স্থানীয়মান বলা হয়।
Note : ' 0 ' এর place value and face value সব সময় ' 0 ' হয়।
How to find place value of a numbers:
Frist process :
যেকোনো সংখ্যাতে কোনো digit এর place value নির্ণয় করার সঠিক process হল - digit এর value কে তার position value এর সঙ্গে multiply অর্থাৎ গুন্ করলে digit এর place value বা স্থানীয়মান পাওয়া যায়।
যেমন : 324 সংখ্যাতে 2 এর place value হল 20 ,কারণ 2 এর digit value 2 এবং 2 এর position হল Tens place বা দশকের ঘরে অর্থাৎ 2 এর position value 10.Therefore place value of 2 = 2 * 10 = 20.
Second process :
Place value নির্ণয় করার সময় যে digit বা অঙ্কের place value নির্ণয় করতে হবে ,তার ডানদিকে যত গুলি digit বা অঙ্ক থাকবে তত গুলি ' 0 ' ( শূন্য ) বসাতে হবে।
যেমন : 7362 সংখ্যাতে 3-এর place value নির্ণয় করার জন্য প্রথমে 3 বসান পরে 3-এর ডানদিকে দুটি digit আছে ,তাই দুটি শূন্য বাসন। অর্থাৎ 3 - এর place value = 300 .
Place value and face value question with answers :
Ex.1: Find the face value of 6 in 652410.
Ans: 6 এর face value সবসময় 6 হয় i.e. ans = 6.
Ex.2: Find the face value of 7 in 942754.
Ans: 7-এর face value সবসময় 7 হয় i.e. ans = 7.
Ex.3: What is the place value of 6 in 787654 ?
Ans.: এখানে digit value = 6 and 6 এর position হল শতকের ঘরে অর্থাৎ position value = 100.then place value of 6 = 6 * 100 = 600.
Ex.4: Find the place value of 4 in 46127?
Ans.: এখানে digit value = 4 and position value = Ten Thousands(10000). অর্থাৎ অজুত
অতএব Place value of 4 = 4*10000 = 40000.
Ex.5 : Find the sum of the face value of 9 and 6 in 907364.
Ans.: 9 এর face value 9 and 6 এর face value 6.Therefore sum = 9+6 =15.
Ex.6 : Find the sum of place value and face value of 8 in 43836.
Ans.: Face value = 8 and place value = 8*100 = 800.therefore sum = 800+8 = 808.
Ex.7 : Find the difference of place and face value 4 in 324372.
Ans.: Face value = 4 and place value = 4*1000 = 4000.Therefore Difference = 4000 - 4 = 3996.
Ex.8 : What is sum of place values of 2 in 2424?
Ans.: এই question এ দুটো 2-এর position difference আছে , তাই দুটো 2-এর place values ও difference হবে।
প্রথম 2 thousands place এ আছে তাই তার place value = 2*1000 = 2000 and দ্বিতীয় 2 tens place এ আছে তাই place value = 2*10 = 20. therefore Sum = 2000 + 20 = 2020.
I hope post টি complete read করার পর আপনার place value and face value সঙ্গে related সব questions দূর হয়ে গেছে। যদি face value and place value এর সংগে related কোনো question or suggestion থাকলে অবশ্যই comment করে জানাবেন আর social networking site এ বন্ধুদের সঙ্গে share করবেন ,যাতে আপনার বন্ধুরাও জানতে পারে what is value and face value of a numbers in bengali । Thank you ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন