সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

How to solve questions based on bell in bengali

Questions on Bells, ring :
Hello friend, Previous post এ আমরা জেনেছি basic concept of lcm and hcf ,lcm and hcf important maths shortcut tricks এবং কিভাবে lcm and hcf নির্ণয় করতে হয়। আজকে আমরা জানব How to solve questions based on bells  in bengali.

বিভিন্ন competitive exam bells বা ঘন্টার সঙ্গে related questions আসে। এই post টি complete পড়ার পরে bells এর সঙ্গে related যে কোনো questions এর answers করতে পারবেন।
Six bells ring at interval of 2, 4, 6, 8, 10 and 12 sec. respectively .They started ringing simultaneously. How many times ,

How to solve questions based on bells :

Bells বা ঘন্টার সঙ্গে related questions এর solution করার process নিচে আলোচনা করা হলো

  1. প্রথমে যে time interval (অন্তর ) গুলি থাকবে তাদের LCM (লসাগু ) করুন। 
  2. তার পরে LCM কে initial time এর যোগ করুন। 
  3. আর এই যোগফল হবে questions এর answer যে কখন আবার ঘন্টা গুলি এক সঙ্গে বাজবে। 

Example1 : Seven bells ring at intervals of 2, 3, 4, 6, 8, 9 and 12 min, respectively. They atsrted ringing simultaneously at 5:00 in the morning . What will be the next time when they all ring simultaneously?

Solution : প্রথমে  time interval (অন্তর ) 2, 3, 4, 6, 8, 9 and 12  এর  LCM (লসাগু ) করুন।
LCM = 72 অর্থাৎ 72 min
         = 1 h 12 min.
এবার  LCM কে initial time 5:00 in the morning এর সঙ্গে যোগ করুন।
অতএব ( 5:00 + 1:12 ) = 6:12 অর্থাৎ 6 h 12 min.
Therefore, ঘন্টা গুলি আবার সকাল  6 টা  বেজে 12 মিনিটে  একসঙ্গে বাজবে।

Example 2: In a fire range , 4 shooters are firing at their respective targets. The first, the second, the third and the fourth shooter hit the target once in every 5 s, 6 s, 7 s and 8 s, respectively. If all of them hit their targets at 9:00 am, When they will hit their targets together again?

Solution: প্রথমে  time interval (অন্তর ) 5 s, 6 s, 7 s and 8 s, এর  LCM (লসাগু ) করুন।
LCM = 840 sec. = 14 min. = 0:14 h
এবার  LCM কে initial time 9:00 am এর সঙ্গে যোগ করুন।
অতএব ( 9:00 + 0:14) = 9:14 অর্থাৎ 9 h 14 min.
Therefore, তারা আবার সকাল  9 টা  বেজে 14 মিনিটে  একসঙ্গে  hit করবে।

Example 3.: Six bells ring at interval of 2, 4, 6, 8, 10 and 12 sec. respectively .They started ringing simultaneously. How many times , will they ring together in 30 min.

Solution : প্রথমে  time interval (অন্তর ) 2, 4, 6, 8, 10 and 12 sec  এর  LCM (লসাগু ) করুন।
LCM = 120 sec. অর্থাৎ 2 min.
অতএব Bells গুলি এক সঙ্গে 2 min. অন্তরে বাজে। questions এ বলা হয়েছে 30 মিনিটে কত বার বাজবে।
Bells গুলি 30 মিনিটে বাজবে = ( 30/2 + 1 ) = 16 বার

I hope how to solve questions based on bells  in bengali post টি আপনার ভালো লেগেছে। যদি কোনো question থাকে তো comment করে বলবেন আর post টি social networking site এ বন্ধুদের সঙ্গে share করবেন। Thank You..............

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Basics of Number system (সংখ্যা পদ্ধতি ) in maths in bengali

Hello friends, Maths tricks in bengali তে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা জানব what is number system in maths? আর janbo various type of number system এবং প্রত্যেক type number এর basic concept এর সমন্ধে। Number system in maths , mathematics এর সব চাইতে বেশি important chapter.Maths ভালো ভাবে শিক্ষার jonno  এই topics ke ভালোভাবে শিখতে হবে।যদি number system এর basic concept apnar jana na thake তাহলে  পরের chapters গুলি সহজে বুঝতে পারবেননা,তাই student কে first number system shikhano hoy are ekta kotha bolli number system mathematics এর  sob chaite easy chapter. যাদের এই topics এর concept clear নেই, তাদের jonno এই postটি khub গুরুত্বপূর্ন post টি complete read korar pore asa kori number system in maths এর সঙ্গে related সব confusion dur hoye যাবে। What is number system (সংখ্যা পদ্দতি )? First amra janbo number system বলতে আমরা কি বুঝি ? Number system maths এর এমন একটা system যেখানে counting number কে সঠিক পদ্ধতিতে arrange kora হয়। এখানে countin...

Top 7 Lcm and Hcf Short Tricks with Examples

Lcm and Hcf Short Tricks : wbjobportal এ সবাই কে স্বাগত জানাই।  LCM and HCF short tricks in bengali competitive exams এর জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তা সকলের জানা আছে। previous post এ আমরা জেনেছি basic concept of lcm and hcf,  lcm meaning, hcf meaning in bengali, definitions of lcm and hcf এবং কিভাবে division method ও prime factorization method এর সাহায্যে দুই  বা তার বেশি সংখ্যার lcm and hcf নির্ণয় করতে হয়। উপরে উল্লেখিত prime factorizations and divisions methods গুলির সাহায্যে আপনি যেকোনো সংখ্যার lcm and hcf নির্ণয় করতে পারবেন but competitive exam এ আপনাকে কম সময়ে বেশি questions এর solutions করতে হবে। অর্থাৎ competitive exams এ ভালো score করতে  হলে, সময়ের মধ্যে সমস্ত problems solveকরতে হবে। আর এর জন্য প্রয়োজন maths short tricks এর। তাই  আজকে আমি আপনাদের জন্য lcm and hcf এর কিছু shortcut tricks নিয়ে এসেছি। যে maths short tricks গুলির  help নিয়ে আপনি যে কোনো questions এর answers মাত্র  5 সেকেন্ডে করতে পারবেন। Lcm and Hcf mat...

Top 20 Divisibility rules in bengali

Divisibility Rules : Divisibility rules in bengali competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষ। যে কোনো competitive exams এ divisibility rules থেকে  কিছু questions থাকে। Previous post এ আমরা division এর basic concept নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা জানবো divisibility rules , method and shortcut tricks with examples.আজকে আমি divisibility এর যে shortcut tricks  নিয়ে discuss করব ,সেই tricks গুলিকে ভালোভাবে মনোযোগ সহকারে study করবেন। কারণ divisibility এর shortcut methods গুলি ভালো ভাবে রপ্ত করতে পারলে ,competitive exam এ divisibility থেকে আসা যেকোনো questions এর answer 5 সেকেন্ডে করতে পারবেন। Divisibility Rules For 2, 3,  4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15, 17, 25, 37, 39 and 125 : বিভিন্ন competitive exam likes sss, wbssc, wbcs and other competitive exam এ divisibility rules থেকে দুয়েকটা questions আসে। নিচে divisibility এর যে rules গুলি আলোচনা করা হয়েছে ,সে গুলিকে মন দিয়ে read করুন। বেশি কথা না বলে দেখে নেওয়া যাক divisibility এর important rules গুলি। ...