সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Top 10 number systems short tricks with examples

Number system short tricks :
Number systems এর basic concept and type of number system আগেই জেনেছি। আজকে এই post এ আমরা জানবো basic number theory এর কিছু basics rules and shortcut tricks with examples .

Competitive exam এ অনেক questions এই number system chapters থেকে থাকে। নিচে numbers theory এর কিছু shortcut method and rules আলোচনা করা হল।

Also Reads

Numbers systems short tricks with examples in bengali. 

Basic numbers theory :

এখানে numbers theory এর কিছু important rules discuss করছি ,যে গুলি আপনাকে সব competitive exam এ সহয়তা করবে। আর প্রায় সব competitive exam  এ number system থেকে কিছু questions থাকে। নিচে দেওয়া maths short tricks গুলির সাহায্যে number system এর যেকোনো  questions এর solutions করতে পারবেন।         

Tricks 1.
Square of every even numbers is an even numbers ( জোড় সংখ্যার বর্গ করলে সবসময় জোড় সংখ্যা হয় ).
For example 2^2 = 2 , 4^2 = 16, ..... এখানে 2,4 হল even numbers এবং এদের বর্গ 4, 16 ও even numbers .

Tricks 2. 
Square of every odd numbers is an odd numbers ( বিজোড় সংখ্যার বর্গ বিজোড় সংখ্যা হয় ) For examples ; 3^2 = 9, 5^2 = 25 , 7^2 = 49. এখানে 3,5,7 হল odd numbers and এদের বর্গ 9,25,49 ও odd numbers.

Tricks 3. 
কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হলে ,তার unit place digit বা এককের অঙ্ক 2,3,7 ও 8 থাকবে না।
Because 1 এর square করলে unit digit = 1
2 এর square করলে unit digit = 4
3 এর square করলে unit digit = 9
4 এর square করলে unit digit = 6
5 এর square করলে unit digit = 5
6 এর square করলে unit digit = 6
7 এর square করলে unit digit = 9
8 এর square করলে unit digit = 4
9 এর square করলে unit digit = 1


Tricks 4. 
Sum of first n natural numbers ( n - সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল ) n(n+1) / 2 .

Example : Find the sum of the following ( 1+2+3+4+......+102 ) = ? or what is the sum of first 102 numbers.
Soln.: এখানে পদসংখ্যা n = 102. So যোগফল = n(n+1) / 2 = 102(102+1) / 2  = 102*103/2 = 5253.

Tricks 5. 
Sum of first n-odd numbers ( প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি ) = n^2 .

Example : Find the sum of the following numbers ( নিচের সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো )
1+2+3+........+27.
Soln.: Here n = 27, এখানে সব সংখ্যা বিজোড়
So , বিজোড় সংখ্যা গুলির সমষ্টি = n^2 = (27)^2 = 729.

Tricks 6.
Sum of first n-even numbers ( প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি ) = n ( n + 1 ).

Example: Find the sum of the following numbers
 2 + 4 + 6 +...........+ 96.
Soln.: Here n = 96 এবং all numbers are even.
 Sum = n ( n + 1 )
= 96 ( 96 + 1 )
= 96 * 97
= 9312.

Tricks 7.
Sum of square of first n-natural numbers ( প্রথম n-সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি )
 n(n+1)(2n+1) / 6.

Example : Find the sum of the following numbers
 1^2 + 2^2 + 3^2 +...........+ 7^2 .
Soln.: এখানে n = 7 and প্রত্যেকটা সংখ্যা বর্গ আকারে আছে।
Sum = n(n+1)(2n+1) / 6
= 7 ( 7 + 1 ) ( 2*7 + 1 ) / 6
= 7*8 ( 14 + 1 ) / 6
= 7*8*15 / 6
= 140.

Tricks 8.
Sum of cubes of first n-natural numbers ( প্রথম n-সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি )
[ n ( n + 1 ) / 2 ]^2

Example: Find the sum of the following numbers
1^3 + 2^3 + 3^3 +...........+ 7^3.
Soln.: here n = 7 এবং প্রত্যেকটা সংখ্যা স্বাভাবিক সংখ্যার cube আকারে আছে।
Therefore , Sum = [ n ( n + 1 ) / 2 ]^2
= [ 7 ( 7 + 1 ) / 2 ]^2
= [ 7*8 / 2 ]^2
= [ 28 ]^2
= 784.

Tricks 9.
যদি n-সংখক পদে even and odd numbers এক সঙ্গে থাকে এবং even ও odd numbers এর সংখ্যা নির্ণয় করতে বলে ,তাহলে
Even number = (n-1) /2  and odd numbers = (n+1) / 2.

Example : 1 থেকে 123-এর  মধ্যে কত গুলি even numbers এবং কত গুলি odd numbers আছে।
Soln.: Here n = 123.
অতএব Even number = (n-1)/2
= (123 - 1) / 2
= 122 / 2 = 61.টি
and   Odd numbers = (n+1) / 2
=  (123+1) / 2
= 124/2 = 62 টি

Try Yourself :
1. Find the sum of first 25 natural numbers.
   a) 432   b) 315  c) 325  d) 335

2. Find the sum of the square of first 35 natural numbers.
    a) 14910   b) 15510  c) 14510  d) 16510

3. Find the sum of the cubes of first 15 natural numbers.
   a) 15400   b) 14400  c) 16800  d) 13300

4. Find the sum of first 37 odd numbers.
   a) 1369   b) 1295  c) 1388  d) 1875

5. Find the sum of first 84 even numbers
   a) 7140   b) 7540  c) 6720  d) 8832

I hope number system rules and shortcut trick গুলি আপনাকে বিভিন্ন competitive exam এ সহয়তা করবে। নিচে try yourself question গুলির solution নিজে করুন and solve করতে কোনো সমস্যা হলে comment করে বলবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Basics of Number system (সংখ্যা পদ্ধতি ) in maths in bengali

Hello friends, Maths tricks in bengali তে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা জানব what is number system in maths? আর janbo various type of number system এবং প্রত্যেক type number এর basic concept এর সমন্ধে। Number system in maths , mathematics এর সব চাইতে বেশি important chapter.Maths ভালো ভাবে শিক্ষার jonno  এই topics ke ভালোভাবে শিখতে হবে।যদি number system এর basic concept apnar jana na thake তাহলে  পরের chapters গুলি সহজে বুঝতে পারবেননা,তাই student কে first number system shikhano hoy are ekta kotha bolli number system mathematics এর  sob chaite easy chapter. যাদের এই topics এর concept clear নেই, তাদের jonno এই postটি khub গুরুত্বপূর্ন post টি complete read korar pore asa kori number system in maths এর সঙ্গে related সব confusion dur hoye যাবে। What is number system (সংখ্যা পদ্দতি )? First amra janbo number system বলতে আমরা কি বুঝি ? Number system maths এর এমন একটা system যেখানে counting number কে সঠিক পদ্ধতিতে arrange kora হয়। এখানে countin...

Top 7 Lcm and Hcf Short Tricks with Examples

Lcm and Hcf Short Tricks : wbjobportal এ সবাই কে স্বাগত জানাই।  LCM and HCF short tricks in bengali competitive exams এর জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তা সকলের জানা আছে। previous post এ আমরা জেনেছি basic concept of lcm and hcf,  lcm meaning, hcf meaning in bengali, definitions of lcm and hcf এবং কিভাবে division method ও prime factorization method এর সাহায্যে দুই  বা তার বেশি সংখ্যার lcm and hcf নির্ণয় করতে হয়। উপরে উল্লেখিত prime factorizations and divisions methods গুলির সাহায্যে আপনি যেকোনো সংখ্যার lcm and hcf নির্ণয় করতে পারবেন but competitive exam এ আপনাকে কম সময়ে বেশি questions এর solutions করতে হবে। অর্থাৎ competitive exams এ ভালো score করতে  হলে, সময়ের মধ্যে সমস্ত problems solveকরতে হবে। আর এর জন্য প্রয়োজন maths short tricks এর। তাই  আজকে আমি আপনাদের জন্য lcm and hcf এর কিছু shortcut tricks নিয়ে এসেছি। যে maths short tricks গুলির  help নিয়ে আপনি যে কোনো questions এর answers মাত্র  5 সেকেন্ডে করতে পারবেন। Lcm and Hcf mat...

Top 20 Divisibility rules in bengali

Divisibility Rules : Divisibility rules in bengali competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষ। যে কোনো competitive exams এ divisibility rules থেকে  কিছু questions থাকে। Previous post এ আমরা division এর basic concept নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা জানবো divisibility rules , method and shortcut tricks with examples.আজকে আমি divisibility এর যে shortcut tricks  নিয়ে discuss করব ,সেই tricks গুলিকে ভালোভাবে মনোযোগ সহকারে study করবেন। কারণ divisibility এর shortcut methods গুলি ভালো ভাবে রপ্ত করতে পারলে ,competitive exam এ divisibility থেকে আসা যেকোনো questions এর answer 5 সেকেন্ডে করতে পারবেন। Divisibility Rules For 2, 3,  4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15, 17, 25, 37, 39 and 125 : বিভিন্ন competitive exam likes sss, wbssc, wbcs and other competitive exam এ divisibility rules থেকে দুয়েকটা questions আসে। নিচে divisibility এর যে rules গুলি আলোচনা করা হয়েছে ,সে গুলিকে মন দিয়ে read করুন। বেশি কথা না বলে দেখে নেওয়া যাক divisibility এর important rules গুলি। ...